ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতিত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসেনর ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়। ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। কৃষি পন্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। তবে পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের স্বাদুবাদ জানিয়েছেন অনেকে। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লাউশাক ২০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, দেশি হাঁসের ডিম ১৮ টাকা, প্রতিপিস লাউ ৩০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা ক্রেতা শাহীন এবং কামরুন্নাহার জানান, কম দামে সবজি কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি বাজারের চেয়ে কোন অংশে কম নয়। অপর ক্রেতা সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এ বাজারটি চালু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়ছে।এ সবজি বাজারটি সবসময় চালু থাক এটা আমরা চাই।

নীলগঞ্জের সবজি বিক্রেতা আ: রহিম বলেন, এ বাজারটি সবসময় চালু থাকলে আমরা ক্রেতাদের টাটকা শাক-সবজি দিতে পারব, আমরা বিক্রি করেও লাভবান হবো। এ বাজারটি স্হাপন করার জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, কৃষকরা যাতে কৃষির দ্রব্যের ন্যায্য মূল্য পান, এবং গ্রাহকরা যাতে একটু কম মূল্যে সবজি কিনতে পারেন, তার জন্যই এ বাজারে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।যাতে কেউ অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে না পারেন।

শেয়ার করুনঃ