
পঞ্চগড়ের বোদায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর উদ্যোগে সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য বোদা বাজারে কার্যক্রম শুরু করেছে বোদা উপজেলা প্রশাসন।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে বোদা বাজার মজুমদার মার্কেটে জেলা প্রশাসনের আয়োজনে ও সম্মলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর উদ্যোগে সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ন্যায্য মূল্যের কৃষি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু সহ সেনাবাহিনীর সদস্যরা।
বোদা পৌর শহরের প্রামানিক পাড়ার বাসিন্দা মো. সোলাইমান আলী জানান, ন্যায্য মূল্য আলু সহ অন্যান্য সবজি ক্রয় করতে পেরে বাজারের চেয়ে ২০ থেকে ৩০টাকা কমে পেয়েছি।এই ন্যায্য মূল্য চলমান থাকলে জনগণ অনেক উপকৃত হবে।
ক্রেতারা জানান, ন্যায্য মূল্য বাজারে এক কেজি আলুর দাম ৫৫ টাকা, মূলার কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস (বড়) ১৫ টাকা, ছোট লাউ ১০ টাকা দরে তারা কিনছে। এতে ক্রেতারা খুশি। তারা বলছেন আরও দোকান এবং পণ্য বাড়ালে জন সাধারণের অনেক সুবিধা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বলেন, সাধারণ মানুষের সুবিদার্থে ও ন্যায্য মূল্যের বাজার করতে প্রতিদিনি এই দোকান থেকে বিভিন্ন প্রকার সবজি বিক্রি চলমান থাকবে।