ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু
গাজায় হামলার প্রতিবাদে হরিরামপুর ঝিটকাতে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে কালীগঞ্জে বিক্ষোভ
মার্চে সীমান্তে ৩৩৭ বাংলাদেশি ও ১৪ ভারতীয় আটক, মিয়ানমারে ফেরত ৬৪৭
বাঙ্গালহালিয়া বাজারের পথচারীদেরকে শরবত খাওয়াচ্ছেন তরুণ -তরুণীরা

রায়পুরে ভুয়া সমন্বয়কের দৌরাত্ব বিব্রত রায়পুর প্রশাসন

নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের রায়পুরে আল মাজেদ সিয়াম নামে এক ভুয়া সমন্বয়কের সন্ধান পাওয়া গেছে। কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবার কখনো উপজেলা প্রশাসনের লোক হিসেবে নিজের পরিচয় দিয়ে মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুব রেড ক্রিসেন্ট’র রায়পুর উপজেলা কো-অর্ডিনেটর আল মাজেদ সিয়ামের বিরুদ্ধে।

সম্প্রতি রায়পুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার পার্কিংয়ের টাকাও সিয়ামের হাত দিয়ে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে যায় মর্মে অভিযোগ উঠেছে। সে সমন্বয়ক পরিচয় দিয়েই নিয়েছে সুবিধা নিচ্ছে । তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুর উপজেলায় নেই কোনো কমিটি। রায়পুরের ছাত্র প্রতিনিধি জুবায়ের আল ইয়াসিনসহ একাধিক ছাত্র প্রতিনিধি জানায়, সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না।তারা আরও জানায়, সিয়াম উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়ার ঘনিষ্ঠজন। সে আগে আওয়ামী লীগ নেতা মারুফের মোটরসাইকেল চালক ছিলো।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে চলমান মেলাতে সমন্বয়ক পরিচয় দিয়ে সিয়াম একটি ফুডকার্টের স্টলও নেয় বাগিয়ে। এমনকি মেলার পার্কিংয়ের টাকা তোলার দায়িত্বও তার হাতে। ভুয়া এই সমন্বয়ক পুরো উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে।
তার বিরুদ্ধে ফুডকার্ট ব্যবসায়ী রাব্বানী বলেন, রায়পুর মাসব্যাপী শিল্প ও পন্য মেলার শুরু হওয়ার আগের দিন ( ১৩ নভেম্বর ) রাতে আমি আমার ফুডকার্ট গাড়ি নিয়ে আসি। উপজেলা পরিষদের প্রবেশের মুখে সিয়াম আমাকে বাঁধা দিয়ে সিয়াম বলে মেলা আমার ফুডকার্টের স্টল ছাড়া আর কেউ দিতে পারবে না। সিয়াম নিজেকে প্রথমে উপজেলা প্রশাসনের লোক আবার সমন্বয়ক হিসেবে আমাকে পরিচয় দেয়। কিন্তু প্রশ্ন হলো তিনি কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি না। আবার উপজেলার কোনো কর্মকর্তা নয় তাহলে সে এতো প্রভাব কীভাবে দেখায় এবং সিয়াম তো আওয়ামী লীগের লোকদের নির্বাচনী প্রচারণাতেও সক্রিয় ছিলো।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রায়পুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেব বলেন, রায়পুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধিদের নাম ভাঙিয়ে ফায়দা লুটে নেওয়ার বিষয়টি দুঃখজনক।মেলার পার্কিংয়ের বিষয়ে সিয়াম সাংবাদিকদের কে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেয়া হয়েছে, সেখানে উপজেলার স্টাফদের কিছু গাড়ি থাকবে সেগুলো দেখভাল করার জন্য। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এমন বিষয়ে জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন, পুনরায় মোবাইল ফোনে কল দিলে তিনি সরাসরি আসার প্রস্তাব দেন। এক পর্যায়ে আবারো সংযোগ বিচ্ছিন্ন করে দেন।মেলার কতৃপক্ষ আলম বলেন, পার্কিং আমরা দেখি না। সিয়ামকে আমাদের পক্ষ থেকে পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, টাকা নেয়া বা চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। সিয়ামকে রেড ক্রিসেন্ট সদস্য হিসেবে জানি। তাকে প্রশাসনের পক্ষ থেকে মেলার পার্কিংয়ের কোনো দায়িত্ব দেওয়া হয়নি।লক্ষ্মীপুর জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আশ্রাফ বলেন, তার বিরুদ্ধে আনিত সত্য প্রমাণিত হলে সাংগঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ