
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পল্লবী থানা আওয়ামী লীগ।
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বপ্ন দেখায় না, সেটির বাস্তবায়নও করে। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।
দলের দুর্দিনেও ছিলাম, এখন সুদিনে আছি । নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছিলেন আমি তার মর্যাদা রক্ষার চেষ্টা করেছি।
ডিআই/এসকে