ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে খায়রুজ্জামান শিপন
কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা
ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
রাজাপুরের গালুয়ায় যুবদলের আলোচনা সভা
বনাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের “বৈশাখী উৎসব” সম্পন্ন

রূপসায় নিষ্কণ্টক সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা রূপসায় নিষ্কণ্টক সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২১ নভেম্বর বেলা ১১টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার আইচগাতী ইউনিয়নের শিরগাতী গ্রামের মৃত বাহাদুর শেখ এর ছেলে মোঃ শেখ এসকেন্দার আলী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা বাহাদুর শেখ জীবদ্দশায় আইচগাতী মৌজার সেনের বাজার এলাকায় ১৯৭৮ সালের ১৩ মে ৯৬৯৭ নং রেজিঃ করলা দলিল বুনিয়াদে মাজেদুর রহমান এবং তার দুই স্ত্রী খোদেজা বেগম ও সকিনা বেগমের নিকট থেকে ০.০৪ একর জমি ক্রয় করেন। আমার পিতা ওই জমি ক্রয় করার পর পৃথক নামপত্তন (কেস নং- ২৩/৮৩) করে এস,এ ১/৫ নং খতিয়ান বুনিয়াদে ৬৩৯নং দাগে নামপত্তন করেন। যা বি,আর,এস নং-৫৮২ খতিয়ানে ১০২১ দাগে ০.০৪ একর জমি শেখ বাহাদুরের নামে রেকর্ড হয়। উক্ত জমি ভোগ দখলে থাকা অবস্থায় সরকার পক্ষ খাস সম্পতি বলে দাবি করলে আমার পিতা সরকারের সাথে মামলায় ডিগ্রি লাভ করেন। যার ল্যান্ডসার্ভে মামলা নং-৮১/২০১৭। তারপর থেকে আমরা ওই জমির কর-খাজনা পরিশোধ পূর্বক ভোগ দখলে রয়েছি। এমনকি জমির মালিক শেখ বাহাদুরের নামে বাংলা সন ১৪৩১-৩২ সনের খাজনা পরিশোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, উক্ত জমি ভোগদখলে থাকা অবস্থায় গত ১৩/১১/২০২৪ইং তারিখ আনুমানিক সকাল ১১টায় জাহিদ মোল্লা, পিতা-আলকাজ মোল্লা, সাইদ মোল্লা, পিতা-মৃত সাজে মোল্লা, সর্ব সাং-দুর্জনীমহল, উপজেলা-রূপসা, জেলা-খুলনা, মঞ্জুর আরফীন মোল্লা, পিতা-মৃত আলতাফ মোল্লা, সাং-খান মোহাম্মদপুর, উপজেলা-রূপসা, জেলা-খুলনাসহ অজ্ঞাত ১৫/২০ জন দেশীয় অস্ত্র ও লাটি সোটা নিয়ে আমাদের বাড়ীর মহিলা এবং ওই জমির উপর থাকা দোকানের ভাড়াটিয়াদের উপর হামলা ও মারধর করে এবং ভাড়া প্রদানে বাধা দেয়। পরবতীতে আমরা নিরুপায় হয়ে আদালতের সরনাপন্ন হয়ে ১৪৪-১৪৫ ধারা মতে স্থিতি আদেশ জারি করে জমি দখলে রাখতে সক্ষম হয়।
এর আগে তারা ওই জমি খাস সম্পত্তি দাবি করে দোকান ও বাড়ি-ঘরসহ জোরপূর্বক দখল করে নেই। তাদের এই জমির কোন প্রকার কাগজপত্র নেই। এঘটনার পরদিন ইং ১৪/১১/২০২৪ তারিখ আমরা রূপসা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করি। তারপরও অদ্যবদি ভুমি দস্যুরা আমাদের জমি তাদের দখলে রেখেছে। বর্তমানে উক্ত জাহিদ গং বিভিন্ন সময় আমাদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকি ধামকি প্রদান করে আসছে। এতে আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ এসকেন্দার আলীর ভাই শেখ বশির আহম্মেদ, ভাইপো নাইমুর ইসলাম, ছেলে শেখ ওশখ আব্দুল কাদের জিলানী, বোন রেশমা পারভিন ও ডলি।

শেয়ার করুনঃ