ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে হয়রানির শিকার অসহায় আব্দুল খালেক

শেরপুরের নালিতাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রতিবেশির দ্বারা মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় আব্দুল খালেক নামের এক ক্ষুদ্র কৃষক। জাল ও অনিবন্ধিত দলিল তৈরি করে তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জমি দখলের পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে প্রতিবেশি শাহিদ মিয়ার বিরুদ্ধে।

সুত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে আব্দুল খালেক বাদলাকুড়া মৌজায় ৪২ খতিয়ানভুক্ত ২৩ নং দাগে তার বাবার ১৯৬৯ সালের ভারত-বাংলাদেশ বিনিময় দলিলমুলে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত ১ একর ৫ শতাংশ জমির একাংশে বসতবাড়ি, ধানচাষ ও দোকান ঘর নির্মান করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। বর্তমানে এর কিছু অংশ জমি মালিকানা দ্বদ্বে পতিত পড়ে আছে। দীর্ঘ ৪ বছর যাবত এর কোন সুরাহা না হওয়ায় আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আব্দুল খালেকের পরিবার।

এদিকে, প্রতিবেশি মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহিদ মিয়া খালেকের বাবা বাবর আলীর কাছ থেকে ১ একর ৫ শতাংশ জমি বায়নাপত্র ও সাব-রেজিষ্ট্রি দলিলমুলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন বলে তার দাবি। তবে বাদলাকুড়া মৌজায় জমি থাকলেও তার দলিলে মানিকচাঁদ পাড়া মৌজা উল্লেখ করা হয়েছে। এই জমি নিয়ে মালিকানা দ্ব›েদ্ব স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশি বৈঠক বসলেও কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত আব্দুল খালেক আদালতের দারস্থ হন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই জমির বেশ কিছু অংশ পতিত পড়ে আছে। সেখানে গ্রামবাসী গরু ছাগল বেঁধে রেখেছেন ও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ওই এলাকার তুলা মিয়া, আবুল হাশেম ও হোসেন আলী জানান, এই জমির মালিকানা নিয়ে আদালতে দুই পক্ষেরই মামলা চলছে। ওই জমির বেশি অংশ এখন পতিত পড়ে আছে। জমি পতিত না রেখে এর সঠিক সুরাহা হওয়া প্রয়োজন।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, এই জমি আমার বাবার সম্পত্তি। ওয়ারিশ সুত্রে বর্তমানে আমার ভোগদখলে আছে। আমি বিগত ৫৯ বছর যাবত এই জমি ভোগদখল করে আসছি। কিন্তু জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে শাহিদ মিয়া তার নিজের মালিকানা দাবী করে একাধিক মামলা দিয়ে আমাকে হয়রানী করছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠ সমাধান দাবী করছি।

জানতে চাইলে শাহিদ মিয়া জানান, আব্দুল খালেকের দাবীকৃত জমি তার বাবা আমার কাছে সাব-রেজিষ্ট্রি ও বায়নাপত্র দলিলে বিক্রি করে দিয়েছে। আমি ৪০ বছর ওই জমি ভোগদখল করেছি। বর্তমানে সে আমার জমি বেদখল করতে চাচ্ছে। সেও আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। এ নিয়ে শেরপুর আদালতে মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, আরএস এবং বিআরএস সুত্রে নালিতাবাড়ী উপজেলার বাদলাকুড়া মৌজায় ৪২ খতিয়ানে ২৩ নং দাগে ১ একর ৫ শতাংশ জমির পুর্বের মালিক ছিলেন স্থানীয় ঝাটা রাম হাজং নামের এক ব্যাক্তি। তিনি ভারতে চলে যাওয়ায় বর্তমানে ওই জমি ‘খ’ তফসিলের জমি হিসেবে অর্ন্তভুক্ত রয়েছে।

শেয়ার করুনঃ