
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে
১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির জোয়ানদের অভিযানে বাহীর মাঠ নামক স্থান থেকে অবৈধ ভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫ টার সময় লেম্বুছড়ি বিওপির টহল দল বিপি ৫০/১এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাহির মাঠ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিক বিহীন বাংলাদেশী বিভিন্ন পণ্যসহ ইউরিয়া সার জব্দ করেন।
নাইক্ষংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল এসি, বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।