
গাজায় শিশু হত্যা বন্ধ করার দাবীতে পটুয়াখালীতে কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার সকাল ১০ টার সময় পটুয়াখালী’র সবুজ বাগ এলাকায় অবস্থিত স্কাইলার্ক স্কুল এন্ড কলেজ’র আয়োজনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে স্কাইলার্ক স্কুল এন্ড কলেজ’র অধ্যাক্ষ যুবায়ের মামুন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলার অন্যতম শিশু সংগঠক মোজাহিদুল ইসলাম প্রিন্স, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুমাইয়া ইয়াসমিন ও শিক্ষার্থীদের মধ্যে থেকে রাশেস শরী সাহা,সাফনান আহমেদ ও নিদুল এবং উক্ত স্কুলের শিক্ষার্থীদের অবিভাবকদের মধ্যে থেকে শুকলা রায়। উক্ত মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কাইলার্ক স্কুল এন্ড কলেজ’র শিক্ষক মাওলানা সালমান রাশেদ। এ মানববন্ধনে এসময় স্কাইলার্ক স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থীগন ও তাদের অবিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃ্ন্দরা উপস্থিত ছিলেন।