ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বাঁশখালীতে চুরির অভিযোগে ১ জনকে পিটিয়ে হত‍্যা, গ্রেফতার-২

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির করার অভিযোগে বেধড়ক মারধর করে মোঃ ওসমান (২০) নামে একজনকে খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ড মঞ্জুর বর বাড়ীএলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মোঃ ওসমান (২০) ওই এলাকার মোঃ হারুন এর পুত্র। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ নিহতের বড় ভাই মোঃ রিদওয়ানুল হক (মানিক), অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মোঃ মাহমুদুল্লাহ।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মোঃ ওসমান তার চাচা শহিদুল ইসলামের বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়, পরে তাকে চাচাসহ অন্যান্যরা ধরে জিজ্ঞেসা করার একপর্যায়ে চোরাইকৃত স্বর্ণ ও ৪১ হাজার টাকার মধ ১১,০০০ টাকা আদায় করে। বাকী ৩০,০০০ হাজার টাকার জন্য উপস্থিত ৫/৬ জন তাকে বেধড়ক মারধর করার একপর্যায়ে ভাইকে বাঁচাতে তার বড় ভাই ওসমানকে চড় তাপ্পর দিয়ে নিয়ে যেতে চাইলেও উপস্থিত লোকজন ওসমানকে ভাইয়ের হাতে না দিয়ে উল্টো আবার মারধর করার এক পর্যায়ে ওসমান গুরুতর আহত হয়, পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে জানান, মূলত ওসমান নিহত হয়েছে তার সহযোগী চোর চক্রের হাতে। ওসমান যাঁদের সাথে মিলেমিশে চুরি করত। চাচার ঘরে ধরা পড়ার পর সে অন্য সহযোগীদের নাম বলে ফেলায় তার কাল হল। ঐ চোর চক্রের সদস্যরা যখন এলোমেলো প্রহার করছিল ওসমানের ভাই মানিক সহ্য করতে না পেরে ওদের হাত থেকে কেড়ে নিয়ে সেও চড় তাপ্পড় মারছিল। তার উদ্দেশ্য ছিল বেধড়ক পিটুনি থেকে তার ভাইকে রক্ষা করা, উত্তেজিত জনতার রাগ প্রশমিত করা।
নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে কে বা কারা মারধর করছে সেটা জানিনা, মারধর করে রাতের আঁধারে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফেলে যায়, দেখতে পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে আমি আর আমার ছেলে মোঃ মানিকসহ হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের মা রাবেয়া আরও বলেন, আমার একজন ছেলেকে মেরে ফেলেছে আরেক ছেলে মোঃ মানিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ