
মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মুসার চিকিৎসার জন্য ১ লাখ ৭২ হাজার টাকা হস্তান্তর করেছে ভোরের পাখি সংগঠন ও পিসওয়ে হিউম্যান রাইটার্স সোসাইটি।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের খোরখোলা এলাকায় তার মার কাছে সংগৃহীত টাকা তুলে দেয়া হয়।
টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, পিসওয়ে হিউম্যান রাইটার্স সহ-সভাপতি মোঃ রিগ্যান,
প্রচার সম্পাদক মোঃ নোমান খান, সদস্য আফিয়া,
ভোরের পাখি সংগঠনের কার্যনির্বাহী সদস্য সজিব সরকার, সদস্য নাজমুল মাদবর, সদস্য জিয়াউর রহমান,মোঃ হাবিব, মো:মনির হোসেন প্রমুখ।
মুসার মা বলেন, তার ছেলের চিকিৎসায় ব্যয় হবে ইন্ডিয়ান ৪০ লাখ রুপি। মানবিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার আর্থিক সহায়তায় মুসা সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসতে পারে এ প্রত্যাশা করেন।