
সুইজারল্যান্ড প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায়,প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতসহ অন্যান্য সকল প্রকার সমস্যা দ্রুত সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটি হলে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুইজারল্যান্ড ইউনিট।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জুলাই-আগস্টের আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের নানাবিধ নির্যাতন ও ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া। এছাড়া দেশ ও প্রবাসে সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুইজারল্যান্ড ইউনিটের সমন্বয়ক তাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনেভা প্রবাসী নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে ইয়াসির সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।
লুৎফে ইয়াসির সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মত মানুষ দেশের দায়িত্ব নেওয়ার কারনে আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করা আমাদের জন্য খুবই সহজ ও ফলপ্রসু হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম শফিকুজ্জামান নবীন এবং প্রবীনদের সমন্বয়ে বিগত আমলের সকল প্রকার অনিয়ম, দুর্নীতি দূর করে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানে প্রবাসীদের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রবাসী বক্তাদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম ছাত্র আন্দোলনের পটভূমি উল্লেখ করে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকার উপর আলোচনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেনেভা প্রবাসী শাহাদাত হোসাইন, আনোয়ারুল ইসলাম জর্জ, মাহাবুবুর রহমান, হাবিবুর রহমান, মোনতাসির, রিমি হোসাইন ও সফিকুল ইসলাম তুহিন এবং পাশ্ববর্তি শহর লুজান থেকে আগত গোলাম মোস্তফা, হাসানুল বান্না।