
খুলনার রূপসা থানার আইচগাতী ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে এক মাদক জাহিদ নামে এক মাদক ব্যবসায়িকে করেছে। ধৃত জাহিদ ঘাটভোগ ইউনিয়নের নারিকেলী চাঁদপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, পুলিশের একটি দল মাদকদ্রব্য ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গত ৬ নভেম্বর(বুধবার) রাত এগারোটার দিকে রাজাপুর এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়ারা গ্রামের ফরেন মার্কেটের পাশে থেকে তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় পুলিশ তাকে ১ কেজি গাঁজাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাদে পুলিশকে জানায় অজ্ঞাত স্থান থেকে মাদক এনে থানার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এ ব্যাপারে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মামলা নং-৯/২৪