ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালমারীতে পুলিশের বাড়িতে দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পুলিশের এক এসআই’র বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও বোনকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৫.১১.২৪) দিবাগত রাত সাড়ে বারোটায় এ ডাকাতির ঘটনা ঘটে।উপজেলা শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামের বাসিন্দা ঢাকা ডিবি পুলিশে কর্মরত এসআই মো. নাসিরুদ্দিন বকুল (৩৮) এর বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘরের দরজার হ্যাজবল চাপদিয়ে ভেঙে ডাকাত দলের ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডিবি পুলিশের মা কামরুন্নেছার (৬৫), মাথায় পিস্তল ও তাঁর বড় বোন মুন্নি খানমকে (৪০) ছুরি ঠেকিয়ে জিম্মি করে ডাকাতি কার্যক্রম চালায়। প্রায় ৩-৪ ঘন্টা সময় নিয়ে ডাকত দল ঘরের ভেতরের আসবাবপত্র তল্লাশি চালিয়ে নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও ৮-১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ডিবি পুলিশের মা কামরুন্নেছা বলেন, খাবার খেয়ে রাতে আমি ও আমার মেয়ে দরজার হ্যাজবল লক ও ছিটকিনি লাগিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ৮-১০ জন ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের সবার হাতে অস্ত্র ছিল। ডাকাতদের দেখে আমি চিৎকার দিলে, আমার মাথায় পিস্তল ঠেকিয়ে, মেয়ের শয়ন কক্ষে নিয়ে মেয়েকেও জিম্মি করে ডাকাত দল। পরে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নেয়। পরে ঘর তছনছ করে স্বর্ণালংকার টাকা ও রেশনের ১০ কেজি তেল, চিনি, আটা, ফ্রিজ থেকে ১০ কেজি মাংশ নিয়ে যায় ডাকাত দল।ডিবি পুলিশের ভুক্তভোগী বোন মুন্নি খানম বলেন, আমার ভাই ডিবি পুলিশের এসআই নাছিরুদ্দিন বকুল সে ঢাকায় আরেক ভাই বিমান বাহিনীতে চাকরি করে। বাড়িতে আমি ও আমার মা থাকি। ডাকাত দল মাকে পিস্তল ঠেকিয়ে আমার রুমে এনে আমাকেও জিম্মি করে। পরে আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়। এসময় ডাকাত দল আসবাবপত্র তছনছ করে মায়ের ক্যান্সার চিকিৎসার ২ লাখ ১০ হাজার টাকা ও আমার স্বর্ণের সাড়ে তিন ভরী ওজনের সীতাহার, ৩ ভরী ২ রতী ওজনের স্বর্ণের চুর, ৫ জোড়া স্বর্ণের দুল, ও ৩টি চেইন নিয়ে যায় ডাকাত দল। তারা ১০ জনের মতো ছিল। বোয়ালনারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ