ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী

তাড়াশে পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা

এইচ এম মাহবুবুর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর সৈয়দ ফজলুল করীম (রহ.)পীর সাহেব চরমোনাই এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা শুক্রবার (১ নভেম্বর) বিকেলে তাড়াশ মাছ বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার সভাপতি মাওঃ মোঃ আনিসুর রহমান আলহাদী।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম আরেফী।

সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সেক্রেটারি প্রকৌশলী মুহাম্মদ আব্দুল বারী ও সাংগঠনিক সম্পাদক হাফেজ লোকমান হোসেন লিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আল মামুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের আমীর বলেন, ফজলুল করীম রহ. রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনে কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি ইবাদতের রাজনীতির দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর চিন্তা চেতনা জগৎবাসীর জন্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে। জাতি তাকে আজীবন স্মরণ রাখবে।

তিনি জাতীয় সরকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনেই কেবল জাতীয় সরকার প্রতিষ্ঠা সম্ভব। এছাড়া ফলপ্রসূ জাতীয় সরকার সম্ভব নয়। আর জাতীয় সরকার ছাড়া দেশকে ছাত্র-জনতার আগামীর বাংলা প্রতিষ্ঠা করা যাবে না। দুর্নীতিবা ও চাঁদাবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দূর্নীতি করার সাহস না পায়। গণহত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির বিধান পাশ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব আন্দোলনের সহ সভাপতি হাঃ মাওঃ জাকারিয়া হুসাইন,যুব আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ নাজমুল হাসান আল জামালী, অর্থ সম্পাদক মোঃ শাহিন আলম, আইন সম্পাদক ডাঃ শামীম আহমেদ প্রমূখ।অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ