ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আলীকদমে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী
আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড চাকুরীচ্যুত বিডিআর সদস্য বাবু গ্রেপ্তার
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত
বিজিবি’র অভিযান:এপ্রিল- মাসে ১০১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
মোহাম্মদপুরে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম,সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি:আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে প্রসঙ্গে এজাজ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাইকারী গ্রেফতার,ফোন উদ্ধার
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক

বাসে অগ্নিসংযোগের মামলায় রাজধানীতে গ্রেফতার ১

ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা তৈরির অন্যতম পরিকল্পনাকারী নুর নবী পাশা ওরফে সবুজ নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক সবুজ।

শনিবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গভীর রাতে মো. নূর নবী পাশা সবুজসহ ২০-২৫ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী দলবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপ এবং দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগসহ বিভিন প্রকার নাশকত মূলক কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে সমবেত হয়। পুলিশ নাশকতার প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনার তদন্ত করে সবুজসহ ১৯ জন এবং অজ্ঞাতনামা পরিচয়ে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা করা হয়।

তিনি আরও জানান, শনিবা র(১৭ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দনিয়ায় অভিযান পরিচালনা করে। এতে ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা তৈরির অন্যতম মূল পরিকল্পনাকারী এজাহারনামীয় পলাতক আসামী মো. নূর নবী পাশা ওরফে সবুজওক (৪০)গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেফতার আসামি নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও সে আরও আগে যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ নবী উল্লাহ নবীর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকত মূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ