
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র ্যালী,আলোচনা সভা,যুবকদের মাঝে ঋনের চেক ও সনদ পত্র বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন র্কাযালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র ্যালী বের করা হয়।র্ যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র ্যালী শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব
উন্নয়ন র্কাযালয়ের আয়োজনে উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মোঃ আব্দুল মাবুদের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন র্কমর্কতা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় প্রধান ◌্ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঘোড়াঘাট পৌর প্রশাসক মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মো. আব্দুল মাবুদ ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও সফল
আত্মর্কমী কাজী আবু সায়াদ চৌধুরী।বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হক। বক্তব্য রাখেন,চাঁদপাড়া যুব সংগঠণের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক,ঘোড়াঘাট সামাজিক উন্নয়ন সংগঠণের সভাপতি মোছাঃ মুহসীনা প্রমুখ।শপথ বাক্য বাক্য পাঠ শেষে ১৮ জন প্রশিক্ষিত যুবকদের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার টাকার ঋনের চেক ও
৩০ জনের মাঝে প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঘোড়াঘাট পৌর প্রশাসক মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ। শেষে ঘোড়াঘাট সামাজিক উন্নয়ন সংস্থা র্কতৃক “আর নয় বেকার জীবন“ নাটিকা প্রর্দশণ করা হয়। দিবসটি পালনে প্রশিক্ষিত যুবক, বিভিন্ন যুব সংঠণের সদস্য সদস্যাগণ অংশ গ্রহণ করেন।