ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

মাদক-আধিপত্যের দ্বন্দ্বে গোলাগুলি,নেপথ্যে ‘পল্লবীর আতঙ্ক’ আল ইসলাম

রাজধানীর পল্লবীতে চাঁদাবাজি,মাদক কারবার আর দখল মানেই আল ইসলাম। নিরীহ কারো জমি কেনার তথ্য পেলেই হাজির হতো আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরের লোকজন। নগদ চাঁদাবাজিতে সিদ্ধহস্ত দুই ভাই চাঁদা না পেলে হামলা করতেন,কখনো সাঙ্গপাঙ্গদের দিয়ে মিথ্যে মামলায় করতেন দিনের পর দিন হয়রানি৷ বাধ্য হয়ে অনেকে জমি ছেড়ে যেতে বাধ্য হতেন।

মাদক কারবারে জড়িত আল ইসলামের বিরুদ্ধে রয়েছে হত্যা,হামলা,চাঁদাবাজিসহ নানা অভিযোগে অন্তত: ডজনখানেক মামলা। ৫ আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে পল্লবীর আতঙ্কের নাম হয়েছেন দুই সহোদর।

সর্বশেষ রাজধানীর পল্লবী থানা দিন বাউনিয়াবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে সংঘটিত ওই গোলাগুলির ঘটনায় ঘটনাস্থল থেকেই নেতৃত্ব দেন আল ইসলাম৷ গোলাগুলির মধ্যে বাসায় থাকা আয়েশা আক্তার নামে এক নিরীহ গৃহবধূ নিহত হন।

চাঞ্চল্যকর এই ঘটনায় পল্লবী জুড়ে আতঙ্ক আরো ছড়িয়ে পড়ে। রাতেই সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত আল ইসলামকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করে।

সর্বশেষ বুধবার(৩০ অক্টোবর) রাত ১২ টার খবর অনুযায়ী,নিরীহ গৃহবধূর মৃত্যুর ঘটনায় আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরসহ একাধিক জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর বিভাগ পুলিশ বলছে,দুই গ্রুপের মাদকের কারবার ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘটিত গোলাগুলিতে আয়েশা সিদ্দিকা নামে নিরীহ গৃহবধু হত্যাকাণ্ডের আল ইসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে। এছাড়া তার বিরুদ্ধে পল্লবীসহ অন্যান্য থানায় অস্ত্র,মাদক,জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন,আল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গুলিতে নারী মৃত্যুর ঘটনায় তার সম্পৃক্তা পাওয়া গেছে। তিনি ঘটনাস্থালী উপস্থিত ছিলেন,হাইড(নেপথ্যে) থেকে ঘটনার নেতৃত্ব দিয়েছেন৷ আল ইসলামসহ আমরা বেশ কিছু নাম জেনেছি। ওই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতে অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পল্লবী থানা পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এর বাউনিয়াবাঁধ বি ব্লকে চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মমিন,শাবু,সম্রাট, শামিম,জয়নাল,ইদ্রিস,কালা মোতালেব,কামাল, জাহাঙ্গীর,আল ইসলাম,ভেজাল মামুন,জয়,ইউনুস, রুবেলসহ অজ্ঞাত নামা ১৪/১৫ জন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ি ফতের ভাই মামুনের কাছে চাঁদা চায়। এনিয়ে কথা কাটাকাটি ও তর্কের মধ্যে আধিপত্য প্রদর্শনী পরিণত হয় গোলাগুলিতে। তাতে বাউনিয়াবাঁধ বি ব্লকের ১৭/১৮ বাসার দ্বিতীয় তলার সিড়ি করিডোরে দাঁড়ানো আয়েশা আক্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ভুক্তভোগী মৃত আয়েশার(৩০) স্বামী মিরাজ পেশায় বাস চালক। তৃতীয় তলায় ১টি রুম নিয়ে ১০ বৎসর যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন তারা।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন উল্লেখ করে মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারি পুলিশ কমিশনার পহন চাকমা বলেন,অভিযান অব্যাহত রয়েছে। আল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

ভাঙ্গারি ব্যবসার আড়ালে মাদক কারবার

পল্লবী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় বেড়ে ওঠা আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর এক সময় নিজেরা ভাঙ্গারি মালামাল কেনা-বেচা করতেন। তবে এর আড়ালে তারা শুরু করেন মাদকের কারবার। মাদক কারবারে জড়ানোর পর তাদের অর্থ সম্পদ ফুলে ফেপে বেড়ে যায়। সঙ্গে বাড়ে নিরীহ মানুষের ওপরে অত্যাচার।

পল্লবী এলাকায় মাদকের অন্যতম কারবারি এই আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর। মাদক কারবার চালানোর জন্য ৪০-৫০ জনের একটি গ্রুপ রয়েছে তাদের। যাদেরকে দিয়ে মাদক বিক্রি ও বিরোধী বা প্রতিপক্ষদের দমন করা হয়। ছোট ছোট এলাকা ভাগ করে এসব সহযোগীদের দায়িত্ব দেয়া হয়ে। যাদের দ্বারা ওইসব এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ হয়।

মাদক কারবারের পাশাপাশি জমি দখল ও চাঁদাবাজিতেও সিদ্ধহস্ত আল ইসলাম

আল ইসলামের বিরুদ্ধে থানা পুলিশে অনেক অভিযোগ জমা পড়লেও অদৃশ শক্তিতে ছাড়া পেতেন তিনি। উল্টো তার হুমকি,হামলা,মারধর নির্যাতনে এলাকা ছাড়া অনেক ভুক্তভোগী। তবে পল্লবীতে জমি কিনতে বা ফ্ল্যাট করতে যারা চাঁদা দিতেন অথবা নির্যাতন নীরবে যারা সইতেন তারাই কেবল এলাকায় থাকতে পারছেন।

চাঁদা না দেয়ায় নির্যাতন,মামলা করে ভুক্তভোগীই এলাকা ছাড়া

শফিকুল ইসলাম নামে এক জমির মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন আল ইসলাম। চাঁদা না দেয়ায় তার ওপরে হামলা হয়। পিটিয়ে আহত করা হয় জমির কেয়ারটেকারসহ অন্যদের। মারধরের অভিযোগে ভুক্তভোগী শফিকুল ইসলাম মামলা করেন। এরপর প্রাণ মাসের হুমকিতে নিজেই আর বাসায় থাকতে পারছেন না ভুক্তভোগী শফিকুল।

৫ আগস্টের পর স্থানীয় বিএনপিতে ভর 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে আল ইসলাম ও তার সহযোগীরা। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ,মিরপুর পল্লবী এলাকার প্রভাবশালী বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন আল ইসলাম৷ সেই সখ্যতার ছবি প্রচার করে আরো বেপরোয়া আল ইসলাম।

গত ৬ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার উপর হামলা করে আল ইসলামের বাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদের হাত ভেঙ্গে ফেলা হয়। এছাড়া লাঠি দিয়ে আঘাত করা হয় সমস্ত শরীর জুড়ে। এই হামলার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে,আল ইসলাম ও তার সহযোগীরা ভুক্তভোগী আজাদকে ঘিরে ধরে। হাতে থাকা লাঠি দিয়ে মাঝ রাস্তায় ফেলে পেটানো হয় তাকে।

আল ইসলাম গ্রেফতার ও কাটছে না আতঙ্ক

আল ইসলাম গ্রেফতার হলেও এলাকায় আতঙ্ক কাটছে না তার ভাই জাহাঙ্গীরের হুমকির কারণে। মিনহাজ নামে স্থানীয় এক বাড়ির মালিক জানান,আল ইসলাম গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি নামার কথা৷ কিন্তু বিপরীত বেড়েছে আতঙ্ক। যারা বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা বা প্রতিবাদ করেছেন,তারা যেন আল ইসলাম গ্রেফতারের খবরে উল্লাস না করতে গ্রুপের সাঙ্গপাঙ্গদের দিয়ে সতর্ক করা হয়েছে। আগের মতোই সব কিছু চলবে বলে হুমকি দিয়েছে জাহাঙ্গীর। বলছে, বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙ্গে দেবে।

নাম প্রকাশ না করার শর্তে বাউনিয়াবাদ এলাকার আরেক বাসিন্দা বলেন,ওদের হাত লম্বা। গ্রেফতার হইলে কি হইবো,আবার বের হয়ে আইবো। আল ইসলাম গ্রেফতারেও তো হুমকি বন্ধ নাই। তাদের লোকজন হুমকি দিতাছে। যাতে করে ভয়ে কেউ মুখ খুলতে পারে না। আল ইসলামের সঙ্গে জাহাঙ্গীরকেও গ্রেফতারের দাবি করেন তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ