ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধরের ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর সহ ৮ জনের নামে মামলা

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যুর অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোহাম্মদ আজিজুল হক হক বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন। এমামলায় বকশীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম সহ ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করা হয়। মামলা দায়েরের পর চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পৌর শহরের সীমার এলাকার আ: আলীমের ছেলে খোকন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বুকে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিকশা চালক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রজব আলীর স্বজন ও স্থানীয় এলাকার লোকজন উত্তেজিত হয়ে হাসপাতালে আরএমও ডা.আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।একজন নারী চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বিচারের দাবিতে ফুঁসে উঠে। তারা এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সহ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে করে হাসপাতালে ভর্তিরত রোগী সহ সেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। বিড়ম্বনার শিকার হতে হয় রোগীর স্বজনদের।
এক পর্যায়ে বিকাল সাড়ে ৪ টার দিকে জনদুর্ভোগের কথা চিন্তা করে সেবাদান কার্যক্রম চালু করেন হাসপাতালের সকল স্টাফ।
কর্মবিরতি প্রত্যাহার করলেও আইনগত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে মঙ্গলবার রাতেই চিকিৎসককে মারধরের ঘটনায় ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, কর্মস্থলে আমাদের নিরাপত্তা জোড়দার করা সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আমরা আইনের আশ্রয় নিয়েছি।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হাসপাতালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শেয়ার করুনঃ