
পত্নীতলাতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর পত্নীতলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ২৭ অক্টোবর ২০২৪ বিকেল ৪টায় সাবেক এমপি’র বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার নজিপুর পৌর ও ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা থানা যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামসুজ্জোহা খাঁন (জোহা)।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, নজিপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাইজিদ রাহান শাহিন, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, পত্নীতলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, পত্নীতলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহির হোসেন শিপু, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক বাবলু, পত্নীতলা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক, রফিকুল ইসলাম, পত্নীতলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মান্নান বিপ্লব, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু তালেব, নজিপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক চপল, নজিপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তামিম, যুবদলের অন্যতম সদস্য সাখাওয়াত, জাকির হোসেন ভুট্টো, রয়েল, ফয়জুল প্রমুখ।