ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০

আশুগঞ্জ উপজেলা বিএনপির পরামর্শ সভা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ২৬ অক্টোবর বিকেলে স্থানীয় শরীয়তনগরে অবস্থিত বাড়ির খোলা মাঠে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আবু আসিফ আহমেদ।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শফিকুর রহমান,হা্বিবুর রহমান,মাহবুবুরর রহমান,আবুল খায়ের,আবুল হাসেম,মোঃ আলমগীর,বাবুল মিয়া,আইয়ুব খান,সেলিম পারভেজ,হেবজুল ভুইয়া,মহিউদ্দিন আহমেদ,মঈনুল সিকদার,ডাঃ আলী আকবর,বশির আহমেদ,এডভোকেট আমানউল্লাহ,আলকাছ মিয়া,সফিকুর রহমান, দেলোয়ার হোসেন, শামীম,সালাহউদ্দিন আহমেদ,আবু শহিদ,জিয়াউর রহমান(জিয়া),
রিপন সিকদার,শামীম আহমেদ,ইরফানুল হক,আবু কাউসার ডালিম,বাবুল আহমেদ,নুরে আলম,আবু বক্কর,মনির আহমেদ,আবদু মিয়া,
মাজহারুল ইসলাম কোয়েল,তোফাজ্জল হোসেন( মারুফ)বাবুল আহমেদ,রেদোয়ান রাসেল,ফরহাদ হোসেন,সাদ্দাম হোসেন,
সুমন,হিমেল লতিফ,প্রবাল,ইরফানুর রহমান হৃদয় লতিফ,মাহি বি আল রানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বর্তমান আশুগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গুটি কয়েক ব্যক্তির হাতে জিম্মি, যারা নিজেদেরকে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে ফেলেছেন এবং বিভিন্ন জায়গায় দলের নাম ভাঙ্গিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা এসমস্ত অপকর্ম থেকে সরে আসুন। নয়লে স্বৈরাচারী ও ফ্যাসিষ্ট সরকারের মতো অবস্থা দাড়াবে আপনাদের। তখন পালিয়ে ও বাঁচতে পারবেননা। জনগন তাদের হিসাব কড়াগন্ডায় বুঝে নিবে। কাজেই বিএনপি নামের দলটির বদনাম যাতে না হয়,জনগন যাতে বিএনপি থেকে মুখ ফিরিয়ে না নেয়, সবাইকে সাথে নিয়ে সে রকম কাজ করুন। নতুবা এর জবাব দেওয়ার পাশাপাশি চরম মুল্য দিতে হবে। বিগত ১৭ বছরের ইতিহাস টেনে তিনি বলেন, সভায় উপস্থিত অনেকের বিরুদ্ধে বিগত দিনে ১০/১২ টি করে মামলা রয়েছে। কোনদিন কি তাদের খেঁজ-খবর রেখেছেন। আপনারা বিগত দুবছরের গঠিত বিএনপির কমিটি।১৫ বছরে যারা কারাবাস করেছে,যারা চোখ ভরে ঘুমাতে পারেনী,যারা বন-জঙ্গলে বসবাস করেছে, তাদের কতটুকু খবর রেখেছেন? কাজেই দাঁদাবাজি,
মামলাবাজি,টেন্ডারবাজি বাদ দিয়ে দলীয় মনোভাব নিয়ে দলের জন্য কাজ করুন। নয়লে আর কোন সুযোগ দেওয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
উক্ত পরামর্শ সভার পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক মজিবুর রহমান ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা মোঃকবির সিকদার।
ঊল্লেখ্য,অনুষ্ঠান শুরুর প্রারম্ভেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ