ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এর নতুন শাখা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবি ইনোভেশন ডেসিমিনেশন সেন্টার এর ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স ।

২৩ অক্টোবর (বুধবার) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত পবিপ্রবি/প্রশা-১৫৮/ব-৪২ (অংশ)/১৭/২৩০২ মর্মে এক অফিস আদেশের মাধ্যমে ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমরান হোসেন এর স্থলে ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সকে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের শাখা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর আজ ২৪ অক্টোবর উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।

মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স ১৯৯৯ সালে এসএসসি এবং ২০০১ সালে এইচএসসি প্রথম বিভাগে উত্তির্ন হয়ে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ২০০৮ সালে ২য় শ্রেণিতে অনার্স ও ২০০৯ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন।

ইমাদুল হক প্রিন্স ২০১১ সালের ১৪ এপ্রিল জনসংযোগ ও প্রকাশনা বিভাগে সেকশন অফিসার (গ্রেড-০৯) পদে যোগদান করে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত উক্ত শাখায় দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ডিসেম্বরে বদলি হয়ে সেকশন অফিসার ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে যোগদান করে ২০১৪ সালের ৭ জুলাই পর্যন্ত উক্ত শাখায় দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ২০১৬ সালে সহকারী রেজিস্ট্রার হিসেবে পুনরায় জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগদান করেন এবং ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত উক্ত বিভাগের শাখা প্রধান এর দায়িত্ব পালন করেন। ২০২০ সালের অক্টোবরে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পবিপ্রবি ইনোভেশন ডেসিমিনেশন সেন্টার এ যোগদান করে অদ্যবধি ডেপুটি রেজিস্ট্রার (সিনিয়র স্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইমাদুল হক প্রিন্স ছাত্র জিবনে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের বিভিন্নপদসহ দৈনিক সমকাল, সংবাদ, ভোরের কাগজ, জনকণ্ঠ, সংবাদ সংস্থা ইউএনবি, এনএনবিসহ অসংখ্য পত্রিকা ও ম্যাগাজিন এর ইবি প্রতিনিধি ও সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেশ কিছুদিন দৈনিক কালের কন্ঠ ও দৈনিক সমকাল পত্রিকায় ডেস্কে এপ্রেন্টিস সাব এডিটর এর কাজ করেন।

ইমাদুল হক প্রিন্স ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খুলনা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলমিক ব্যক্তিত্ব হযরত মাওঃ আব্দুল ওহাব খুলনার হুজুর (রহ:) ও রাবেয়া বেগম এর একমাত্র পুত্র সন্তান।

দায়িত্ব গ্রহণ করে মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স
বলেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে মুখপাত্র হিসেবে কাজ করে। দেশ ও বিশ্ববাসীর সামনে বিশ্ববিদ্যালয় কে উপস্থাপন করার গুরুদায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই শাখার উপর। জনসংযোগ শাখার মাধ্যমে পবিপ্রবি কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যে উৎকর্ষ সাধন হয়েছে তার পরিচিত করার এই গুরুদায়িত্ব আমাদের সবারই। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। এ সফলতার নিয়ামক শক্তি হলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিশেষ করে পবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। পরিশেষে, আমার উপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণের জন্য আমি পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম স্যার এবং রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।

শেয়ার করুনঃ