
জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার হযরত কয়ারিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ৬জন নারী আহত হয়েছে। আহতদের মধ্যে রুনা হাওলাদার(৫০), মুনজুন নাহার(৪০), ডলি বেগম(৩৫), রিতা বেগম(২৫), রেহেনা বেগম(৪৫) ও লুৎফুন নাহার(৬০)কে গুরতর আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এঘটনা ঘটে এবং প্রতিপক্ষ কালাম সিকদার, এনামুল সিকদার, মুজাম্মেল সিকদার, ছায়েদ সিকদার, আবু তাহের সিকদার ও লালু সিকদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে উক্ত হামলা চালায়।
এব্যাপারে কালকিনি থানার এস.আই মাহমুদ হোসেন বলেন ‘ এঘটনায় মামলা প্রক্রিয়াধিন। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।’