
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকাস্হ মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর এলাকায় তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রি হিসাবে প্রতিজনকে চাল, ডাল, তেল, লবন, মুড়ি, আলু, পেয়াজ দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন-মঙ্গল আলোয় ফাউন্ডেশনের প্রতিনিধি নাজমুল হাসান, তুগছিরুল রায়হান রাফি, উলিপুর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, এশিয়ান টিভি’র মাহমুদুল হাসান শাহীন, আইনুল ইসলাম প্রমুখ।