
মানিকগঞ্জে ও থেমে নেই ছাত্র অধিকার পরিষদ এর কার্যক্রম। শতবাধাঁ বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলছে মানিকগঞ্জ ছাত্র অধিকার পরিষদ ।গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা কার্যক্রম গতিশীল করতে জেলা ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষে মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ও উপকমিটির সদস্য দৌলতপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ মো ছানোয়ার হোসেন শান্ত ও সমাজসেবা সম্পাদক মো তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌলতপুর উপজেলার অন্তর্গত ধামশ্বর ইউনিয়ন এ ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে ।
উক্ত দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয় ।
উক্ত কমিটির আহ্বায়ক হলেন মোঃ আসিফুর রহমান আসিক।
যুগ্ন আহ্বায়ক হলেন রাশেদ আহমেদ, রাজিব খান, ইমন মিয়া, রিমন মিয়া ও পলাশ আহমেদ। সদস্য সচিব হলেন রাছেল মিয়া ।
যুগ্ন সচিব হলেন সজিব মোল্লা, আসিক মিয়া, রুহুল আমিন ও রবিন মিয়া।
কার্যকারী সদস্য হিসেবে আছেন, জিহাদ মোল্লা, জাহিদ হাসান, সায়েদুর রহমান, অমিত হাসান। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূনার্ঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।কমিটি ঘোষণা শেষে মো:-ছানোয়ার হোসেন শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাহবুবুল ইসলাম, সাবেক যুগ্ন আহ্বায়ক গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা। তারা বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ এর কর্মপন্থা ও কি মতাদর্শ তারা লালন করে ও কিভাবে এই সংগঠন কে বিস্তার লাভ করান যায়। মো:-ছানোয়ার হোসেন শান্ত বলেন ২০১৮ থেকে ২০২৪ সাল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট রেজিম কে পতন পর্যন্ত পরবর্তীতে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। যার জন্ম হয়েছিল রাজপথের অগ্নিগর্ভ থেকে। শিক্ষা, অধিকার, প্রগতি শ্লোগান নিয়ে এগিয়ে চলছে গন অধিকার পরিষদ সমর্থিত “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ”! রাজনৈতিক শ্লোগান হলো “জনতার অধিকার-আমাদের অঙ্গীকার”।