ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক যুবক জখম
নোয়াখালীতে আদালতের আদেশ অমান্য করে পাকা দালান নির্মাণ, হুমকিতে এলাকায় যেতে পারছেন না জমির মালিক
বংশালে লেপ-তোষকের দোকানে আগুন,নিহত ১
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার

রৌমারীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে নির্মাণাধীন সেতু

শৌখিন মিয়া, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে হুমকিতে পড়েছে ৫ কোটি টাকার নির্মাণাধীন সেতু। এ ছাড়া ধীরগতিতে করা হচ্ছে নির্মাণ কাজ। সাব-ঠিকাদার রাশেদুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে, মাঝিপাড়া-মণ্ডলপাড়া সড়কে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর চাতালের পাশে জিঞ্জিরাম নদীর ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। কাজের মেয়াদ শেষ হলেও সড়কসহ সেতু নির্মাণ এখনও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষসহ শিক্ষার্থীরা। এ ছাড়া সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। এতে সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২১-২২ অর্থবছরে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মাঝিপাড়া-মণ্ডলপাড়া সড়কে জিঞ্জিরাম নদীর ওপর ১ হাজার ৮৫০ মিটার চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার সেতুর নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান ঠিকাদার মীর হাবিবুর রহমান। এতে ব্যয় ধরা হয় ৫ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬০৪ টাকা। তাঁর কাছ থেকে সাব-ঠিকাদার হিসেবে কাজটি নেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ। কাজ শুরু ২০২১ সালের ২৮ নভেম্বর। ২০২৩ সালের ২৮ মের কাজটি শেষ করার কথা। তবে এখন পর্যন্ত কাজ শেষ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক, মাসুদ রানা, আমিনুল ইসলাম বলেন, সাব-ঠিকাদার হওয়ায় ইচ্ছামতো কাজ করছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ। দীর্ঘদিন আগে কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ করতে পারেননি।

ড্রেজার ব্যবসায়ী শফিকুল ইসলামের দাবি, রাস্তা তৈরির জন্য সেতুর নিচে থেকে বালু উত্তোলনের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছেন ঠিকাদার। তাই ড্রেজার দিয়ে সেতুর নিচে থেকে বালু তুলে সেতুর রাস্তা তৈরির কাজ করা হচ্ছে।

কথা হয় সাব-ঠিকাদার রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে। তাঁর ভাষ্য, সেতুর ৩০ মিটার দূরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সেতুর কোনো ক্ষতি হবে না। বালু উত্তোলন করে সেতুর দুই পাশে রাস্তা তৈরি করা হচ্ছে।

সেতু নির্মাণে ধীরগতির বিষয়ে ঠিকাদার মীর হাবিবুর রহমান বলেন, তিনি মূল ঠিকাদার হলেও কাজটি করছেন রাশেদুল ইসলাম রাশেদ। এ সম্পর্কে তিনিই ভালো বলতে পারবেন।

এলজিইডির রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, চলমান রয়েছে সেতুর নির্মাণ কাজ। রাস্তা নির্মাণের জন্য সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে ঠিকাদারকে।

শেয়ার করুনঃ