
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগ পার্টি অফিস থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর নেতৃত্বে মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় তারা নৌকা ও জাহিদ আহসান রাসেলের পক্ষে স্লোগান দেয়।
টঙ্গী আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি টঙ্গী নতুন বাজার পার্টি অফিস থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় । পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব ।
বক্তারা নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু এখন তাদের মাঠে পাওয়া যাচ্ছে না। আন্দোলনের নামে তারা চোরাগুপ্তা হামলা করেছে। তবে এভাবে তারা নির্বাচন বানচাল করতে পারবে না। জনগণ জেগে উঠেছে। ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখান করা হবে।