ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ

‘পূজার শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে’-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক

বাংলার ন্যাচার বলি বা স্বাভাবিক জীবনযাপন বলি সবাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করে আসছে। এর ভিতরে হয়তো কিছু দুষ্কৃতকারী রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে কিংবা অভ্যন্তরীণ হোক তারা সৌহার্দ্য সম্প্রীতির ভিতর তারা কালেমা লেপনের চেষ্টা করে। তারা যেন সেই সুযোগ না পায়। পূজার শেষ সময়েও সবার চোখ কান খোলা রাখতে হবে। শেষ সময়েও সবাইকে এলার্ট থাকতে হবে। যেহেতু আগামীকাল (রবিবার) বিসর্জন আমরা যদি এখন একটু স্বস্তিতে থাকি তাহলে যেকোনো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যেতে পারে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় মিরসরাই পৌর সদরের জগদ্বেশ^রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

এরআগে সকাল ১১ টায় মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ডিগনিটি বক্স, ফ্যামিলি কিট বক্স ও এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।

সবশেষে অতিথিরার বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০ পরিবারকে ডিগনিটি বক্স ও ফ্যামিলি কিট বক্স এবং ৬৪ পরিবারের মাঝে ৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিএসপিবি প্রকল্প এবং ইউনিসেফ বাংলাদেশ।

পরবর্তীতে দুর্গাপূজা পরিদর্শনে উপস্থিত ছিলেন, জগদ্বেশ^রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদযপান পরিষদের সভাপতি পরিমল কর্মকার প্রমুখ।

শেয়ার করুনঃ