ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কখনও পুলিশ,কখনও আবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,অবশেষে গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল
ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল
দীঘলিয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
আদালতের আদেশ অমান্য করে আমতলীর আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের জমি দখল করে নারীর ঘর নির্মাণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা
হোমনায় ‘ফিলিস্তিনে’ ইসরাইলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাগমারায় সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল

বস্তা পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছেন গৃহিণী ‘মল্লিকা রায়’

মো. তাহের, নড়াইল জেলা প্রতিনিধি:
সুস্বাদু রান্নায় অনন্য মসলার নাম আদা। আদা ছাড়া রান্নার খাবারে সঠিক স্বাদই যেন আসেনা। নড়াইলের নিচু আর পতিত জমিতে সেই আদা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এই বস্তা পদ্ধতিতে আদা চাষে মাটিবাহীত রোগের আক্রমণ অনেক কম হয়। অল্প খরচে অধিক লাভ হওয়ায় বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুকছেন চাষিরা। নড়াইল সদর উপজেলার বামনহাট এলাকায় বস্তা পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছেন গৃহিণী মল্লিকা রায়। বাড়ির আঙ্গিনায় ১০ হাজার বস্তায় আদা চাষ করেছেন শক্তিপদ রায় ও মল্লিকা রায় দম্পতি। কৃষাণী মল্লিকা রায় বলেন, নড়াইল সদর উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করছি। বস্তায় আদা চাষ করতে হলে প্রথমে মাটি, জৈব সার, দানাদার সার ও কীটনাশক ভালোভাবে মিশিয়ে ২০/২৫ কেজি মাটি প্রতিটি বস্তায় ভরাট করে নিতে হয়। আদার বীজ লাগানোর আগে ছত্রাকনাশক মিশ্রিত পানিতে আদার বীজ ধুয়ে নিতে হবে। পরে ধোয়া বীজ ছায়া জায়গায় রেখে শুকিয়ে নিয়ে বস্তায় রোপণ করতে হবে। বীজ লাগানোর ২০ থেকে ২২ দিন পর চারা গাছ বের হয়। আমার ১০ হাজার বস্তায় আদা চাষ করতে প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। আমি আশা করছি ১৪ থেকে ১৫ লক্ষ টাকার আদা বিক্রি করতে পারব। সুজিত বিশ্বাস নামে এক কৃষক বলেন, মল্লিকা রায়ের বস্তায় আদা চাষ দেখে আমিও কিছু বস্তায় আদা চাষ করছি। আমার আদা গাছও খুব ভালো হয়েছে। আমি আগামী বছর আরও বৃহৎ আকারে বস্তা পদ্ধতিতে আদা চাষ করব। দিপ্তি বিশ্বাস নামে আরেক কৃষাণী বলেন, মল্লিকা রায়ের দেখাদেখি আমিও বাড়ির আঙ্গিনায় বস্তা পদ্ধতিতে কয়েক বস্তায় আদা রোপন করছি। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পুর্ন ঝুঁকিমুক্ত কারণ অতি বর্ষন, খরসহ কোন প্রাকৃতিক দূর্যোগে এই আদার কোন ক্ষতি হয়না। এছাড়াও অল্প খরচে অধিক লাভ করা যায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে। নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, নিচু এবং পতিত জমিতে আদা চাষে অল্প খরচে অধিক লাভবান হতে পারে কৃষক। একটি বস্তায় আদা চাষ করতে সব মিলিয়ে খরচ হয় ৪০ থেকে ৫০ টাকা। একটি বস্তা থেকে আদা পাওয়া যায় ১ থেকে দেড় কেজি। আমরা নড়াইল সদর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে মাত্র ১০০ বস্তা দিয়ে আদা চাষ শুরু করি। ২০২২-২৩ অর্থ বছরে ৫ হাজার বস্তা আদা চাষ হয়। এবছর ২০২৩-২৪ অর্থ বছরে যেটা বেড়ে ১৯ হাজার ২শ বস্তা হয়েছে। আমরা বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে উদ্ভুদ্ধ ককরছি। কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। বস্তা পদ্ধতিতে আদা চাষ ব্যাপক প্রসার হলে আমাদের আর আদা আমদানি করা লাগবেনা।

শেয়ার করুনঃ