ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা

আন্দোলনে হামলা-গুলি:আওয়ামী লীগ নেতা গফুর মোল্লা অস্ত্রসহ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি শটগান,৮টি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান।

তিনি বলেন,বুধবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রূপনগরের নিজ বাসভবন থেকে গফুর মোল্লাকে গ্রেফতার করা হয়। মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে মিরপুর-১০,পল্লবী প্রশিকার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

গত ২০ জুলাই বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মিরপুর-১০ সংলগ্ন প্রশিকার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপরে এ হামলায় শামীম হাওলাদার নামে একজন ব্যক্তি গুলিবদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পাওয়া ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গফুর মোল্লা তার নামে লাইসেন্সকৃত শটগানের জন্য ২০০১ সালে ৫০টি,২০০৬ সালে ২৫টি এবং ২০১৩ সালে ২৫টিসহ মোট ১০০টি গুলি কেনেন। রূপনগর থানা পুলিশ তার কাছে থেকে একটি শটগান, ৮টি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করে। বাকি ৯২টি গুলির বিষয়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি এবং তিনি গুলি ব্যবহার বা হারানো সংক্রান্তে থানায় জিডি করেননি।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর মোল্লা জানান, ৯২টি গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছেন।

এছাড়াও পল্লবী থানাধীন মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রধান সড়কের ওপর গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়। এ হামলায় ইমন হোসেন আকাশ নিহত হয়। এ ঘটনায় নিহতের মা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার গফুর মোল্লা এ মামলায়ও এজাহারভুক্ত আসামি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ