ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একই জমিতে একসাথে চার ফসল আবাদ, কৃষকের মুখে হাসি

সমন্বিত কৃষি পদ্ধতির উন্নয়ন ঘটাতে একই জমিতে একসাথে চার ফসল উৎপাদন করে অধিক লাভবান হওয়ার আশা করছেন কৃষকগণ। তাদের মুখে বইছে আনন্দের হাসি। ওইসব জমিতে এখন আখ, মরিচ, মুলা ও বেগুন একই সঙ্গে বেড়ে উঠছে।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শিবেরডাঙ্গি গ্রামের প্রান্তিক কৃষক ফরজ আলী ৭৫ শতক, মাইদুল ইসলাম ৩৭ শতক ও আনিছুর রহমান ২৪ শতক জমিতে এসব ফসলের আবাদ করেন।

কৃষক ফরজ আলী বলেন, একই খরচ ও একই সময়ে একসাথে চার ফসল উৎপাদন হচ্ছে। একসাথে চার ফসল উৎপাদনে সুবিধা হলো, এর মধ্যে কোন ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে নেওয়া যায়। উৎপাদনও ভাল হয়। ফলে লোকসানের কোন সম্ভাবনা থাকে না। তিনি আরও বলেন, প্রথমে মুলা, এরপর মরিচ, তারপর বেগুন ও শেষে থাকবে আখ। তিনি আরো বলেন মরিচ ও বেগুন তোলে বাজারে বিক্রি শুরু করেছি। মরিচ ও বেগুনের দাম ভাল হওয়ায় জমি থেকে প্রতি সপ্তাহে টাকা আসতে শুরু করেছে। এবারও ভাল লাভবান হবো। এ বছর আমি উৎপাদন খরচ বাদে প্রায় দেড় লক্ষাধীক টাকা আয় করতে পারবো। তাদের এই ফসল দেখতে জমিতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। একই জমিতে যে একই সঙ্গে চার ফসল ফলানো যায়, তার বাস্তবে এলাকার চাষিদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আগামীতে তার মতো করে আবাদ করতে চান ওই গ্রামের অনেক চাষীরা।

একই গ্রামের কৃষক মাইদুল ইসলাম ও আনিছুর রহমান জানান, এর আগে যারা এরকম চার ফসল আবাদ করেছে আমি তাদের কাছে পরামর্শ নিই। তিনি আরো জানান, এক সঙ্গে একাধিক ফসল ফলাতে পারলে স্বল্প সময় ও অল্প খরচে বেশি লাভবান হওয়া যাবে। আগামী মৌসুমে এবারের চেয়ে সমন্বিত পদ্ধতিতে বেশি জমিতে একাধিক ফসলের আবাদ শুরু করবো।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কৃষক ফরজ আলীর মতো এভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করলে দেশের প্রতি ইঞ্চি জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব। কুড়িগ্রাম জেলার মাটি অত্যন্ত উর্বর। এ মাটিতে সব ধরনের আবাদ করা যায়। এছাড়া এ জেলার কৃষকরা ভালো ফসল ফলাতে অনেক আগ্রহী ও যত্নবান। কৃষকদের আমরা সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছি। এক সঙ্গে চার ফসল আবাদ করলে রোগবালাই কম হয়। আরও সুবিধা হলো একই খরচে চারটি ফসল উৎপাদন করা যাচ্ছে। তাছাড়া একটাতে লোকসান হলে অন্যটি থেকে পুষিয়ে নেওয়া যায়। ফলে চাষির লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই। তাছাড়া এভাবে শাকসবজির চাষ করলে একদিকে পুষ্টির অভাব দুর হবে,অপরদিকে বাজারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে এবং বাজারে কোন সংকট হবে না।

শেয়ার করুনঃ