
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ কাঁচামালের সংকট দেখিয়ে ও চলমান পরিস্থিতিতে নানা সমস্যায় কারখানার কার্যক্রম বন্ধ করে বোদার জেমজুট লিঃ কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। একই সময় কারখানার কার্যক্রম দ্রুত চালুসহ মজুরী বাড়ানোরও দাবী জানিয়েছেন শ্রমিকরা।
গত রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জোত মুনিরাম এলাকার জেমজুট কারখানাটির সামনে প্রায় ঘণ্টাব্যাপী পঞ্চগড়-দিনাজপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, শ্রমিকদের কোন কিছু অবগত না করে হঠাৎ কারখানার কার্যক্রম বন্ধ করে রাখা হয়। বিষয়টি অবগত হওয়ার পর কারখানা চালুর দাবীতে শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। একই সঙ্গে তারা ৮ ঘণ্টা কাজের পারিশ্রমিক ১৯০ টাকার পরিবর্তে ৩০০ টাকা মজুরি বৃদ্ধি করাসহ শুক্রবার ছুটির দাবি জানিয়ে আসছেন। দাবী মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
এদিকে বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার উপর অবস্থান নেয়ায় দুইপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাতেই সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনার চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেয়ায় আন্দোলন ও অবরোধে প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।এ বিষয়ে পঞ্চগড় জেমজুট লিমিটেডের ম্যানেজার এবং প্রধান মানবসম্পদ ও প্রশাসন হিমেল প্রামাণিক জানান, কাঁচামালের সংকটসহ দেশের চলমান পরিস্থিতির কারণে ও হঠাৎ করে পাটের দাম বেড়ে যাওয়ায় কিছুটা আর্থিক সংকট পড়েত হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, যেহেতু শ্রমিকরা রাস্তায় নেমেছে, বিষয়টি কর্তৃপক্ষকে অবগতকরে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকরা যে দাবি উপস্থাপন করেছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।