ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিরসরাই এডুকেশন সোসাইটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মিরসরাই এডুকেশন সোসাইটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৭ টি ইউনিয়নের বন্যা কবলিত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মিরসরাই উপজেলা। উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন থেকে ৭ নং কাটাছরা ইউনিয়ন পর্যন্ত ৩ টি মাদ্রাসা, ১১ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে হস্তান্তর করা হয়েছে এসব শিক্ষা উপকরণ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা উচ্চ বিদ্যালয়, অলিনগর এল বি আদর্শ উচ্চ বিদ্যালয়, ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়, ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়, পাঞ্জুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নাহেরপুর উচ্চ বিদ্যালয়, সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, আবুর হাট উচ্চ বিদ্যালয়, জুলনপুল বেণী মাধব উচ্চ বিদ্যালয়, জুলনপুল দাখিল মাদ্রাসা, বামন সুন্দর উচ্চ বিদ্যালয়, সুফিয়া মাদ্রাসা।

শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, মিরসরাই এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী ওমর ফারুক, অফিস ও প্রকাশনা সম্পাদক সালা উদ্দিন আরিফ, উপদেষ্টা মহিউদ্দিন ওসমানী, লাইফ মেম্বার গোলাম মর্তুজা মিন্টু, এটিএম রিদোয়ান বারি ও এস এম আশ্রাফ হোসেন।
এছাড়াও করেরহাট অংশে শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মূর্তুজা ভূঁইয়া ও উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আবুরহাট স্কুলে ছিলেন মিরসরাই লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মহিউদ্দিন।

মিরসরাই এডুকেশন সোসাইটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী ওমর ফারুক জানান, কোনরকম আনুষ্ঠানিকতা ছাড়া মিরসরাই এডুকেশন সোসাইটির সকল মেম্বার, কার্যকরী সদস্য ও পৃষ্ঠপোষক’দের কাছ থেকে সংগৃহীত অনুদানের মাধ্যমে এই ফান্ড তৈরি হয় এবং শিক্ষার্থীদের কথা ভেবে অল্প সময়ের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে এই কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ ডিসেম্বর ১১ সদস্য নিয়ে একটি আহবায়ক কমিটির মধ্যদিয়ে উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা’র পর থেকে উক্ত সংগঠন শিক্ষা ও শিক্ষার্থী সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে কাজ করে আসছে।

শেয়ার করুনঃ