
মো. তাহের, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে পুরাতন বাস টার্মিনালের শেখ রিজেন্সি কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. জুয়েল জমাদ্দার। এ সময় পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সর্দার, তরিকুল জমাদ্দার, রেজওয়ানুল ইসলাম, আবির হোসেন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠকালে জুয়েল জমাদ্দার বলেন, একটি তুচ্ছ ঘটনায় বিগত ৯ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় দায়ের হওয়া মামলার আসামিরা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত। এই মামলা দায়েরে ছাত্রদলের সভাপতির ইন্ধন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।এছাড়া বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল বিগত দিনে আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করে চলতেন এবং বিএনপির রাজনীতি আর করবেন না বলে ঘোষনাও দিয়েছিলেন।এছাড়া শাহরিয়ার রিজভী জর্জের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস জানান, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।জুলফিকার আলী মন্ডল এবং শাহরিয়ার রিজভী জর্জও তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে দাবি করেন।