
নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি বাহির মাঠ এলাকায় জনতা কর্তৃক পিতা-পুত্রকে আর এসও দালাল হিসাবে ধৃত করে বিজিবির হাতে সুপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে লেমুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহির মাঠ এর পশ্চিমে সীমান্ত এলাকা থেকে তাদের ধৃত করে জনতা বিজিবির হাতে তুলে দেয়।
তারা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউপির বড়ইতলী এলাকার মোঃ নুরুল আলম এর ছেলে মোঃ আলী হোসেন,(৫০) ও তার ছেলে মোঃ মুফিজ (১৬)।
খবর পেয়ে তাদের ছাড়িয়ে নিতে আর এসও সদস্যরা ওই স্থানে এসে ফাঁকা ৪/৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষ ও তাদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ সংবাদ লেখা কাল পর্যন্ত ধৃত বাবা ও ছেলে দুই জনই বিজিবির হেফাজতে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাহল আহামদ নোবেল এসির মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।