
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মরহুম আজিজ আহমেদ, সহকারি শিক্ষক নাসির উদ্দিন ও অফিস সহায়ক আব্দুস শুক্কুর খান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরজাহান বেগম এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: আক্কাস মিয়ার পরিচালনায় আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নাসের (আলিম স্যার), সাবেক শিক্ষক হাসান আলী ও শাহিন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে মরহুম শিক্ষকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।