
কুড়িগ্রামের উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া উত্তর পাড়া গ্রামে।
নিহত কিশোরী কাজলি আক্তার ওই গ্রামের প্রতিবন্ধী আব্দুল কাদের এর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে মা নুরিমা বেগমের সাথে জমিতে বাঁধা গরু আনতে যায় কিশোরী কাজলি। মা আগে গরু নিয়ে বাড়িতে ফিরলেও পিছনে পড়ে যায় কাজলি। এসময় হঠাৎ বজ্রপাতে কাজলি ও তার হাতে থাকা গরুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।