ঢাকা, সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা
ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
রাজাপুরের গালুয়ায় যুবদলের আলোচনা সভা
বনাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের “বৈশাখী উৎসব” সম্পন্ন
কয়রায় ব্লাড ক্যান্সার কেড়ে নিলো শিক্ষক দম্পতির একমাত্র সন্তান
নান্দাইলে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ

পটুয়াখালীতে বৃদ্ধি পেয়েছে ইলিশ মাছের দাম

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
জাতীয় মাছ ইলিশের দাম পটুয়াখালীতে বেড়ে গেছে।২৪ সেপ্টেম্বর মঙ্গলবার পটুয়াখালী পৌর নিউমার্কেট’র মৎস্য বাজারে গিয়ে ইলিশের দাম ও সরবরাহে ঘাটতির কথা জানা যায়। ফলে ইলিশের দাম ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে জানা যায়। যেখানে কিছুদিন আগে এক কেজি ইলিশের দাম ছিল ৮০০ থেকে ১২০০ টাকা। বর্তমানে তা ১৫০০ থেকে ১৭০০ টাকায় পৌঁছেছে।১ কেজি ৫০০ গ্রাম বা দেড় কেজি ওজনের মাছের দাম ১৮০০ টাকা।২ টা মিলে ১ কেজি হলে সে ইলিশ মাছের দাম ১০৫০ টাকা। ঝাটকা ইলিশের দাম কেজি প্রতি ৬৫০ টাকা।একদম ছোট ঝাটকা ইলিশের দাম কেজি প্রতি ৫০০ টাকা করে চলছে। বাজারে ইলিশের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য তা কেনা এক প্রকার কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এক ক্রেতা সাংবাদিকদের জানান, “ইলিশ আমাদের জাতীয় মাছ, তবুও আমরা এখন সেটা কেনার সামর্থ্য হারাতে বসেছি। এর দাম এত বেশি যে, এটি কিনতে গেলে সাধারণ পরিবারের বাজেটেই টান পড়ে।” মাছ বিক্রেতা মোঃ খোকন সাংবাদিকদের জানান, রপ্তানির কারণে বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় তারা বেশি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি, ট্রান্সপোর্ট ও অন্যান্য খরচও বেড়েছে বলে জানান তিনি। তবে ব্যবসায়ীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক ও অভিজ্ঞ মহলের অনেকেই মনে করেন বাজারে ইলিশের সরবরাহ বাড়াতে সরকার উদ্যোগ নিলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর সাংবাদিকদের জানিয়েছেন মাছের সর্বরাহ (যোগান) ও বাজারে ভোক্তার চাহিদার সমন্বয় না ঘটলেই বাজার ছন্দপতন ঘটে। অন্যদিকে এক সমিক্ষায় দেখা গেছে আবহাওয়ার অপ্রতিকূল পরিস্থিতির কারনে বিগত (২০-২৫) দিন গভীর সমুদ্রে মৎস্য আহরণ বন্ধছিল তাই আলিপুর, মহিপুর বন্দরে মাছ কম এসেছে। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় কিছুদিনের মধ্যে বাজারে মৎস্য সরবরাহ বাড়বে বলে ধারনা করা হচ্ছে ।এতে আশাকরা যায় দ্রুত সময়ের মধ্যে বাজারে মূল্য হ্রাস পাবে ইলিশ মাছের। যার ফলে সকল শ্রেনীর পেশার মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে চলে আসবে ইলিশ মাছ। অন্য এক সমিক্ষায়ও দেখা গেছে “সরকারের বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ এর চেয়েও এখানে শুধু ভোক্তা ও সরবরাহকারীদের সমন্বয়ে বাজার দর ওঠা নামা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠে।

ভোক্তা অধিদপ্তর সাংবাদিকদের জানায়, নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা এবং অস্বাভাবিক মূল্যে বিক্রয়ের কোন প্রমাণ পেলে তারা আইন অনুযায়ী দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত।

শেয়ার করুনঃ