ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের
ঝিকরগাছায় আল একরা মডেল একাডেমির উদ্যোগে প্রোটেস্ট মার্চ অনুষ্ঠিত
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

অস্ত্রের সূত্র ধরে কোটি টাকার দেশি বিদেশী মুদ্রার সন্ধান পায় পুলিশ:ডিসি উত্তরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ১৬ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহাবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী,ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সকল সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও সেনা বাহিনীর যৌথ অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ মূদ্রাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় দুটি প্রাইভেটকার।

গ্রেফতারকৃতরা হলো- গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মো.তৌজিদুল ইসলাম ও মো.সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) রওনক জাহান।

তিনি বলেন,উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিব ইসলামের ছেলে আবির হাসান তামিমের শশুর বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা,বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ভিডিও বিশ্লেষণ করে কাবুলকে শনাক্ত করা হয়। কাবুলের বাসা থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে খেলনা পিস্তল সাদৃশ্য অস্ত্র,গুলি,অস্ত্রের লাইসেন্স,বুলেট প্রুব জ্যাকেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি আমরা একটি জিডির কপি উদ্ধার করে। যেখানে সংসদ সদস্য নাজমার ভাই কাবুল বর্ণনা দিয়েছেন। কি ভাবে তিনি অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।

এই কাবুলের সেল্টার দাতা হলেন ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব ইসলাম। যদিও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। হাবিব ইসলামের ছেলে বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা বিশ্বের ৬টি দেশের মূদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

এক প্রশ্নের জবাবে ডিসি উত্তরা বলেন,আপনারা জানেন সাবেক সংসদ সদস্য হাবিব ইসলাম বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন করেছেন। তার কাছে একাধিক অস্ত্রের লাইসেন্স রয়েছে। আমরা ধারণা করছি তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা অভিযান চালিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে। এছাড়া পুলিশের ব্যবহৃত সরঞ্জাম কি ভাবে সংগ্রহ করা হয়েছে সেটি জানার জন্য আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আসলে বিস্তারিত জানা যাবে।

উত্তরায় কিশোর গ্যাং দমনের বিষয়ে জানতে চাইলে রওনক জানান বলেন,উত্তরায় যে সকল কিশোর গ্যাং রয়েছে। তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে।

কিশোর গ্যাং নামের তরুণ অপরাধীরা মূলত এই হাবিব হাসানদের মতো লোকদের ছত্রছায়ায় থাকে। আমরা কিশোর গ্যাং দমনে আমরা অভিযান চালাচ্ছি। অনেককে গ্রেফতার করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com