ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :

“কথায় বলে মামা-ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে”। মামা প্রধান শিক্ষক আর ভাগিনা সভাপতি। ২ জনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাই আওয়ামী লীগের রোষানলে পড়ে আজ একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মান নষ্ট হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শলী বনানী উচ্চ বিদ্যালয়ে মামা আবু জাফর মাহবুব কামাল প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তার আপন ভাগিনা জাহিদ রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার দাপটে নিয়ম বহির্ভুত ভাবে একাধারে ৪ বার ভাগিনা জাহিদকে সভাপতি করে তারা প্রতিষ্ঠানটি দখলে নিয়ে কাউকে তোয়াক্কা না করে ২৫/৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে মর্মে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারি ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা,উল্লাপাড়া বরাবর ইতিমধ্যেই লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ২০১০ সালে প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপর নিজ ভাগিনা জাহিদকে একাধারে ৪ বার ম্যানেজিং কমিটির সভাপতি করে বিদ্যালয়ে অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা,কর্মে ফাঁকি,শিক্ষকদের সাথে দুর্ব্যবহার,প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ/অনুদান আত্মসাৎ,বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের ল্যাপটপ কুক্ষিগত করে সর্বমোট ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কোন তদন্ত হচ্ছে না বলে অভিযোগকারীরা উদ্বিগ্ন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হতে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক আবু জাফর বিনানুমতিতে অনুপস্থিত থেকে আত্মগোপনে আছেন। সুত্রে আরও জানা যায়,সুচতুর প্রধান শিক্ষক জাফর শাক দিয়ে মাছ ঢাকার মত শারিরীক অসুস্থ্যতার ভুয়া মেডিকেল দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আবু জাফরের কারনে সুপরিচিত এ বিদ্যা পিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি দিনদিন নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান, শারিরীক অসুস্থ্যতায় আমি নিজেই ছুটিতে আছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ হাসনাত জানান,সদ্য যোগদান করেছি। আমার কাছে অভিযোগ দিতে বলেন,অভিযোগ হাতে পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ