
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন নরদাশ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবং নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (রফিক)।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নরদাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামনুর রশিদ, দুলাল উদ্দিন, নাজমুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ রানা প্রমুখ।উল্লেখ্য নরদাশ ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল দীর্ঘ দিন পলাতক রয়েছেন। সেকারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে রাজশাহী জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার স্বাক্ষরিত ( ১৯.০৯.২০২৪ খ্রি.) এক পত্রে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখার নিমিত্তে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে ক্ষমতা অর্পণ করা হয়েছে। আজ রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে রফিকুল ইসলাম রফিক দায়িত্ব পালন শুরু করলেন। সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম নরদাশ ইউনিয়ন পরিষদের ০৪ নম্বর ওয়ার্ডের তিন- তিনবারের নির্বাচিত মেম্বার । নরদাশ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুষ্ঠু ভাবে অর্পিত দায়ি চালিয়ে যেতে ইউনিয়ন বাসীর দোয়া সহযোগিতা কামনা করেছেন।