
বান্দবানের নাইক্ষংছড়ি উপজেলায় পৃথক অভিযানে মাদক কারবারিসহ মাদকাসক্ত ৪জনকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত।
এলাকাবাসী জানান,গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নাইক্ষংছড়ি উপজেলার বাজার সংলগ্ন ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় থেকে ১০০টি ইয়াবা ও চোলাইমদসহ মাদক কারবারি নুরুল আবছার প্রকাশ সুমনকে আটক করা হয়।
আর এদিকে,নাইক্ষংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার(ভা:) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট (ভুমি) ইসরাত জাহান ইতুর পরিচালনায়
আর এক অভিযান পরিচালনা করে মাদক সেবী আলাউদ্দিন,অরবিন্দু ও নজিবুল কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় আটককৃত মাদকাসক্তদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- নাইক্ষংছড়ি হাইস্কুল পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আবছার প্রকাশ সুমন(৩৬), রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ের নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন( ২২), রামুর কচ্ছপিয়া ইয়নিয়নের বাসিন্দা গৌরহরি কর্মকার এর ছেলে অরবিন্দ (৪৫),নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার মৃত জাফরউল্লাহর ছেলে নজিব উল্লাহ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল মোস্তাফা। তিনি জানান,শনিবার (২১ সেপ্টেম্বর) আটক সুমনরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।