ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনা শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে ঠাই নাই- নয়ন যুবদল নেতা

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। উক্ত মতবিনিময় সভায় এসময় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান। এ মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এসএম ফয়সাল ও সাবেক সহ-বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স ইমন।প্রধান অতিথি নুরুল ইসলাম নয়ন এসময় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না। তার নির্দেশনা বাস্তবায়নে গত ৫ আগষ্ট পটুয়াখালীতে একটি পরিবারের উপর হওয়া হামলা ও লুটপাটের ঘটনায় যুবদলের ৩ জন ত্যাগী নেতাকে পর্যন্ত দল থেকে বহিস্কার করা হয়েছে। অতএব সবাই সাবধান হন, কোন অরাজকতা সৃস্টিকারী দলে থাকতে পারবেন না। তিনি এসময় আরো বলেন, গত ১৫ বছরে নির্বাচন কমিশন ছিল কিন্তু তাদের স্বাধীন ভাবে কাজ করার অধিকার ছিলনা, ন্যায় বিচার ছিলনা, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিলনা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল জনগনের জান-মালের নিরাপত্তা ছিল না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে প্রতিটি ক্ষেত্রকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃস্টি করতে হবে। এ মতবিনিময় সভায় এসময় জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও দপ্তর সম্পাদক এ্যাড, আবদুল্লাহ আল নোমান সহ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা এবং নানা পৌর শাখার বিভিন্ন স্তরের জাতীয়তাবাদী যুবদলের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ