ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

জাতিগত স্বীকৃতিসহ ৮ দফা বাস্তবায়নে উত্তাল পাহাড়

মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচী: মিছিল সমাবেশ

নুরুল আলম:: বিক্ষোভ মিছিল সমাবেশ করে জাতিগত স্বীকৃতিসহ ৮ দফা দাবি বাস্তবায়নে উত্তাল হয়ে উঠেছে পাহাড়। বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে থেকে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ব্যানার,প্লেকার্ড,পতাকা নিয়ে বিক্ষোভ করে “সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন” অংশ গ্রহণকারীরা।

বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কোয়ার,শাপলা চত্বর,আদালত সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় সড়ক হয়ে চেঙ্গি এ স্কোয়ার এসে সমাবেশ করে।

ফুটন্ত চাকমার সভাপতিত্বে বিকাশ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,রিপুল চাকমা,ক্যাচিংনু মারমা,প্রবন চাকমা,কৃপায়ণ ত্রিপুরা,মংসানু মারমা এতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুম্ম জণগণের ভাগ্যান্নোয়নে লড়াই চলবে। পার্বত্য চট্টগ্রামে অঘোষিত কারাগার। এখানে আন্দোলনের মাধ্যমে সে তালা ভাঙ্গা হবে। স্ব-স্ব জাতিকে অধিকারসহ আধিবাসী স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে স্বাধীন ভাবে পাহাড়ের মানুষ বাঁচতে চায় বলে জানান বক্তৃতায়।

বক্তারা আরো বলেন, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করা হলে তিনি প্রতিনিধি দলকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলে ছিলো। সেই থেকে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়। শুরু হয় রক্তক্ষরণ আর দীর্ঘ সংঘাতের। এক পর্যায়ে শেখ হাসিনার সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও পাহাড়ে এখনো শান্তি ফিরেনী।

ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন হলেও তার কোন কার্যকর সমাধান আসেনি মন্তব্য করে বরং অবিশ্বাস বেড়েছে বলে দাবী বক্তাদের। একই সাথে সমাবেশ থেকে বিগত দিনের নানা দিক তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন বক্তারা বলেন , চুক্তির দীর্ঘ সময়ে যে বিরোধ ও জাতিগত বৈষম্য তৈরি হয়েছে তা অচিরেই সমাধানের দাবী তাদের।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামে মনগড়া ভাবে জেলা পরিষদ গঠন করা হলে তিন পার্বত্য জেলা পরিষদ ঘেরাও করার হুশিয়ারি দিয়ে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের দাবি করে অন্যথায় পার্বত্য কঠোর কর্মসূচীর কথা জানান বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ নীতি অনুসরণ করে রাজনৈতিক ভাবে সমাধান করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সমাধান না দূর্বার আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী জানান বক্তারা।

“পার্বত্য চট্টগ্রাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের মূল্যায়ন, স্ব-স্ব জাতিসত্তার স্বীকৃতিসহ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ ৮ দফা দাবি পূরণ” এর দাবিতে মার্চ ফর আইডেন্টিটি শীর্ষক কর্মসূচি পালন করে সংগঠনটি।

শেয়ার করুনঃ