ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট

কর্ণফুলী-ইছামতী খালের ভাঙ্গনরোধে পাউবো’র নতুন প্রকল্প

কর্ণফুলী ও ইছামতী নদীর তীর সংরক্ষণ, প্রতিরক্ষা বাঁধ ও ড্রেজিং প্রকল্পে ২০১৮ সালে ৩৯৬ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্প থেকে প্রায় ৯৭ কোটি টাকা সাশ্রয় করেছে পানি উন্নয়ন বোর্ড। মূলত ইছামতি নদীর ড্রেজিং করতে না পারায় এই টাকা বেচে যায়। এখন সেই সাশ্রয়ী টাকাসহ ১৩৫ কোটি টাকা দিয়ে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী অংশে নদী ভাঙনরোধে নতুন প্রকল্প নিচ্ছে পাউবো।
পাউবোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।যেখানে সরকারী অর্থ নয়ছয় করে লুটপাট চলে সেখানে বেঁচে যাওয়া টাকা দিয়ে নতুন প্রকল্প গ্রহন সত্যিই প্রশংসার দাবিদার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (রাঙামাটি বিভাগ) তয়ন কুমার ত্রিপুরা বলেন, ইছামতি নদী ড্রেজিং করতে না পারা ও প্রতিরক্ষা কাজ থেকে প্রায় ৯৭ কোটি ৭ লাখ সাশ্রয় হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনায় সাশ্রয়ী টাকাসহ ১৩৫ কোটি টাকা দিয়ে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ২০১৮ সালের ৯ অক্টোবর একনেক সভায় অনুমোদন হয় প্রকল্পটি। নভেম্বরে জিও (গর্ভমেন্ট অর্ডার) অনুমোদনের পর টেন্ডার আহ্বান করা হয়। ২০১৮ সালে কর্ণফুলী নদীর তীর সংরক্ষণ, প্রতিরক্ষা বাঁধ ও ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়। ইতোমধ্যেই তীর সংরক্ষণ–বাঁধের কাজ শেষ। কর্ণফুলী নদী ড্রেজিং কাজও শেষের পথে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, কর্ণফুলী ও ইছামতি নদীর তীর সংরক্ষণ ও প্রতিরক্ষা বাঁধ এবং ড্রেজিং কাজের তিনশ ৯৬ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকার প্রকল্প নেয়া হয়। এরমধ্যে নদী ড্রেজিং প্রকল্পের বরাদ্দ দুইশ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা। প্রকল্পে কর্ণফুলী ও ইছামতি নদীর ১৬ কিলোমিটার এলাকা ড্রেজিং করার কথা ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নকশা প্রণয়নের ভুলে ইছামতি নদী ড্রেজিং অংশ বাদ দেওয়া হয়েছে। শুধু কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে নাজিরচর এলাকা পর্যন্ত ড্রেজিং করা হয়।
নতুন প্রকল্পগুলো হলো : পানি উন্নয়ন বোর্ড বলছে, কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার মিরাজপাড়া, গোলাম বেপারির হাট, গুনগুনিয়া বেতাগী, বেতাগী কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাচা বাবার মাজার সংলগ্ন জেলেপাড়া, বেতাগী কাউখালী, ধোপাঘাট ডংখাল, মুসলিমপাড়া, সরফভাটা, জুটমিল এলাকা। আর বোয়ালখালীর ভান্ডালজুড়ি ঘাট থেকে বড়ুয়া পাড়া, জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল, শ্রীপুর বসাকপাড়া, ভান্ডালজুড়ি ব্রিজ থেকে হাটখোলা। ইছামতি নদীর খীলমোগল, মনু বৈদ্যবাড়ি, গোয়াছপাড়া, সোনাইছড়ি বড়ুয়াপাড়া, সোনাইছড়ি মাতৃমন্দির এলাকা। রাঙ্গুনিয়ার শিলক খালের পদুয়া থেকে সাতবাড়িয়া, মরিয়মনগর, কাউখালী খাল, শিলক চেয়ারম্যান বাড়ি, সুখবিলাস গরুঘাটা, বামছড়া এলাকা।

শেয়ার করুনঃ