ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭

মুগদায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে একই পরিবারের একজন নিহত ও দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গ্রেফতারকৃতরা হলেন,মো.আব্দুর রহিম (২৬) ও সীমান্ত হোসেন রাহাতকে (২১)।

রবিবার সন্ধ্যায় মুগদা এলাকা থেকে তাদেরকে র‍্যাব-৩ এর একটি দল গ্রেফতার করে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।

গত শুক্রবার রাতে মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়কে বাগবিতণ্ডার জের ধরে তিন ভাই আশিক এলাহী সাকিল (২৮),আশিক পারভেজ সুজন (৩৮) ও মো. শামসের (২৪) ওপর হামলা করলে ওইদিন রাতে মারা যান সাকিল। এই ঘটনায় পর মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মো.ওমর ফারুক।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়কের পাশে মেঘু ব্যাপারী জামে মসজিদের সামনে গ্যাস সিলিন্ডার পরিবহনকৃত একটি গাড়ি পার্কিং করে রাখা হয়। ওই গাড়িতে অজ্ঞাতনামা একজন ব্যক্তির মোটরসাইকেল ধাক্কা লেগে মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটর সাইকেল এর মালিক নিহত ভিকটিম আশিক এলাহী সাকিলের পিতার দোকানের কর্মচারী মো.খোকন (৪৫) এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরবর্তীতে মো. খোকনের চিৎকার শুনে ভিকটিম আশিক এলাহী সাকিল ও তার দুই ভাই আশিক পারভেজ সুজন ও মো.শামস এগিয়ে আসলে সেখানে আরও ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তি জড়ো হয়।

কিন্তু সবার মধ্যেই মুগদা এলাকার সীমান্ত হোসেন রাহাত ও মোহাম্মদ রাহিম হোসেন ও তার সহযোগীরা বিক্ষিপ্তভাবে খোকনকে আঘাত করতে থাকে। এ সময় খোকনকে রক্ষা করতে গেলে আসামি সীমান্ত হোসেন রাহাত ও মোহাম্মদ রাহিম হোসেন ঘটনা স্থলের পাশে থাকা কসাইয়ের দোকান হতে চাপাতি,ছুরি ও রড় নিয়ে ভিকটিম নিহত আশিক এলাহী সাকিলের ঘাড়ে আঘাত করে গুরুতর জখম করলে ভিকটিমকে রক্ষা করতে গেলে তার দুই ভাই আশিক পারভেজ সুজন ও মো. শামসকে কুপিয়ে জখম করলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাকিল, সুজন ও শামসকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার সাকিলের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টার দিলে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,ওই ঘটনায় গুরুতর আহত আশিক পারভেজ সুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানা র‌্যাবের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ