ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল
ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলীদের নৃশংস হামলার প্রতিবাদে বোদায় মানববন্ধন
ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লক্ষ্মীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হরতাল-বিক্ষোভ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার বিক্ষোভ
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ডাক্তার-নার্সদের ঘুমে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা
বিরামপুরে গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ
বাম হাত অবশ হওয়ার শঙ্কায় দিন কাটছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া’ সোহানের’
আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

স্বচ্ছতা জনকল্যাণমূলক রাজনীতির আহবান – সাবেক বিগ্রেডিয়ার শামসুল ইসলাম শামস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাজনীতি করার আহবান জানিয়েছেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাকর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামসুল ইসলাম শামস ওরফে সূর্য্য।গত বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক নান্দাইল রোড বাজারে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গাংগাইল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. বাহা উদ্দিন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামসুল ইসলাম শামস আরো বলেন, বাংলাদেশে আধিপত্যবাদের কোন জায়গা নেই, এ বাংলাদেশে কুলষিত রাজনীতির আর কোন জায়গা নেই। তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই আদর্শে আদর্শিত হয়ে নতুন রাজনীতি পরিচালিত হবে। সুতরাং যারা এই সুস্থ ধারার বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকতে চান, তাদেরকে এই মূলমন্ত্র মনে-প্রাণে বিশ্বাস করার এবং মনের মধ্যে ধারন করার আহবান জানান। বিকাল সাড়ে ৩টা থেকে গাংগাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মীরা দলে দলে স্বত:স্ফর্তভাবে নান্দাইল রোড বাজার বিএনপি’র মতবিনিময় সভায় যোগদান করে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম
আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আনোয়ার মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুইয়া বিপ্লব, উপজেলা বিএনপি নেতা আলী আসলাম ভুইয়া, উপজেলা বিএনপি ও যুবদল নেতা আব্দুল মান্নান ভ‚ইয়া, ইউনিয়ন বিএনপি নেতা ইমামুল হক চন্দন, বুলবুল মিয়া, ফখর উদ্দিন টিপু, মতিউর রহমান, যুবদল নেতা জিসান আহম্মেদ, ছাত্রদল নেতা আলী আশরাফ ভ‚ইয়া সহ উপজেলা বিএনপি, পৌরবিএনপি এবং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ