
লক্ষীপুরের রায়পুর উপজেলাধীন ৩নং চরমোহনা ইউনিয়নে বন্যার পানি কমলেও দেখা দিয়েছে বন্যা-পরবর্তী সময়ে দুর্যোগ ও নানা ধরনের রোগবালাই। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। বন্যার মাঝে ডায়রিয়া, সর্দি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার ৩নং চরমোহনার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত সময়ে রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ড চরবিকন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অসুস্থ বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৩নং চরমোহনা ইউনিয়ন আমীর মাওঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও রায়পুর মা মনি স্পেশালাইজড হাসপাতালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রায়পুর উপজেলা শ্রমিক কল্যানের সেক্রেটারি এড আবুল কালাম। ক্যাম্পে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসে চিকিৎসা সেবা নেন। জামায়াতের এ ধরনের আয়োজনে সংগঠন সর্বমহলে বেশ প্রশংসার সাড়া ফেলে কিন্তু জামায়াত নেতৃবৃন্দ প্রশংসা নয়, সকলের নিকট দোয়া কামনা করেন।