ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা

সরাইলে লক্ষ টাকার রাস্তা কয়েক মাসে ফাটল

সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কয়েক মাস আগে সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত উচালিয়াপাড়ার হাসপাতাল মোড়ে কুরআন ভাস্কর্যের পাশের আরসিসি বাইপাস রাস্তাটি বিভিন্ন স্থান ভেঙে গেছে। বৃষ্টি হলে পানি জমে যাওয়া ফলে বাইপাস রাস্তাটিতে রড বের হয়ে গেছে। রাস্তা নির্মাণের কয়েক মাসেই ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে অফিস সূত্রে জানা যায়, উপজেলার উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে কুরআন ভাস্কর্যের ঢালাই বাইপাস আরসিসি রাস্তা নির্মাণের দরপত্র আহবান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজ পান। এতে ব্যয় ধরা হয় ৭ লাখ টাকা। ২০২২- ২০২৩ অর্থবছরের বরাদ্দ হতে মঞ্জুর হয়। তারই শর্তসাপেক্ষে ঠিকাদার কার্যাদেশ পায়। কাজটি বাস্তাবায়ন করছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিস।সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তা নির্মাণের শুরুতেই নিম্নমানের পাথর ও সিমেন্ট পরিমাণ কম ব্যবহার করেন ঠিকাদার। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন কাজের শুরুতে কোন রকমভাবে লেপ শেপ দিয়ে দায়সারা ভাবে কাজ করেছে। এর ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই রাস্তায় চলাচলের পথচারীরা।ঢালাই বাইপাস রাস্তা নির্মাণে পাথরের কংক্রিট ও পরিমাণে সিমেন্ট কম দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় পথচারী আব্দুল্লাহ বলেন, রাস্তাটি হওয়ায় খুশি হয়ে ছিলাম কিন্তু কয়েক মাস না পেরোতেই রাস্তার সামনে বিশাল বড় ভাঙনে রড দেখা দিয়েছে। এতে পথচারীরা চলাচল করতে অসুবিধা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।

অটোরিকশা চালকরা জানান, রাস্তা দেবে ও ভেঙে যাওয়ায় গাড়ি চালাতে পারছেন না তারা। গর্তে পড়ে অটো রিকসার রিং ভেঙ্গে যায়। তাই অনেক সাবধানে চলাচল করতে হয় দুর্ঘটনা ভয়ে আতঙ্কে থাকি।

সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূইঁয়া এ ব্যাপারে বলেন, ঢালাই আরসিসি রাস্তাটা করার সময় কিউরিং কম করা হয়েছে। যানবাহনের অতিরিক্ত লোডে রাস্তাটি ফেটে যায়। জন গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ