
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন।
বিদায়ী উপজেলা নির্বহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বেলা সাড়ে ১১ টার সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরকালে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে ঝিকরগাছায় যোগদান করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। যোগদান এবং বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর এবং সাংবাদিক উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান জসি এবং ইদ্রিস আলী।