
পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভূতপূর্ব দূর্বার আন্দোলনে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের যমুনা আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ৫নং চাকলাহাট ইউনিয়ন কৃষক দলের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পঞ্চগড় জেলা আহব্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আইনুল হক প্রধান আহব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পঞ্চগড় সদর, মোঃ কেরামত আলী সদস্য সচিব, মোঃ ওসমান আলী সভাপতি ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি, মোঃ নাজির হোসেন সাধারণ সম্পাদক ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি, মোঃ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি, মোঃ সামিউল ইসলাম আহব্বায়ক সেচ্ছাসেবক দল ৫নং চাকলাহাট ইউনিয়ন শাখা, মোঃ মনসুর আলী আহব্বায়ক ৫নং চাকলাহাট ইউনিয়ন যুব দল, মোঃ আসাদুজ্জামান আসাদ সদস্য সচিব ৫নং চাকলাহাট ইউনিয়ন ছাত্রদল সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী’র সঞ্চালনায় এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা শত নির্যাতন সহ্য করে দলকে আগলে রেখে আজকের দিন পর্যন্ত এসেছি। আমরা বিভিন্ন আন্দোলনে, সংগ্রামে অনেক নেতাকর্মীদের পাশে পাই নি। আগামী দিনে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা এই সকল নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের যেন মূল্যায়ন করা হয়। এ সময় জেলা-উপজেলা হতে আগত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে একটি শৈরাচারি সরকারের পতন ঘটানো হয়েছে। আমরা দীর্ঘদিনের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়েছি। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই জাতি আজ বন্দীদশা থেকে মুক্ত হয়েছে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’কে দীর্ঘ দশ বছর জেল হাজতে আটকে রাখা হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন ছিল। সুচিকিৎসার অভাবে তার শরীরের অবস্থা ধীরে ধীরে ভেঙ্গে গেছে। দলের দুর্দিনে যারা মাঠে ছিল তাদের আগামীদিনে অবশ্যই মূল্যায়ন করা হবে। কেননা এই ত্যাগী নেতা কর্মীদের জন্যই বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।